মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের কৃতী সন্তান সৈয়দ হোসেন নয়নকে ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।
ইতালি প্রবাসী হলেও তিনি সবসময় নিজের শেকড়ের সঙ্গে যুক্ত থেকেছেন। শৈশব থেকেই বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয় নয়ন মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে তার নিবেদন ও আন্তরিকতার জন্য এলাকায় পরিচিত। প্রবাস জীবনে থেকেও তিনি শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও তরুণ প্রজন্মকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার জন্য অবদান রাখছেন।
ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল জানিয়েছেন, নয়নের অভিজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতা সংগঠনকে আরও শক্তিশালী করবে। স্থানীয়রা তার নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে