জয়পুরহাটের কালাই উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) শনিবার বিকেল সাড়ে ৩টায় জিন্দারপুর ইউনিয়নের বাকড়া গ্রামে অভিযান চালিয়ে আলোচিত হত্যা মামলার পলাতক আসামি হাফিজার রহমান লিটনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া লিটন পশ্চিম কুজাইল গ্রামের মো. মুনছুর আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ২ জানুয়ারি আব্দুল মালেক খান নিখোঁজ হন। পরদিন স্থানীয়রা তার মরদেহ আলুক্ষেতে পড়ে থাকতে দেখে এবং পরিবারের শনাক্তকরণের পর ঘটনার সত্যতা মেলে। প্রথমে অপমৃত্যু মামলা হলেও পরবর্তীতে হত্যার আলামত পাওয়ায় মামলা হত্যা হিসেবে আদালতে গৃহীত হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে লিটনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে জয়পুরহাট জেলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত আছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
একুশে সংবাদ/জ.প্র/এ.জে