AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পশু চিকিৎসকের


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৬:৪৭ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পশু চিকিৎসকের

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইলদীঘি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৫) নামের এক খামারভিত্তিক পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই নিজ বাড়িতে কাজ করছিলেন আব্দুর রহিম। এ সময় বাড়ির বৈদ্যুতিক লাইনে সমস্যার সৃষ্টি হলে তিনি নিজেই তা মেরামত করার চেষ্টা করেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহিম দীর্ঘদিন ধরে খামারভিত্তিক গবাদিপশু চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। স্থানীয় কৃষক ও খামারিদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য চিকিৎসক ও সহায়ক বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। তাঁর চিকিৎসায় অনেক গরু-মহিষ সুস্থ হয়ে উঠেছে এবং অনেক পরিবার আর্থিকভাবে লাভবান হয়েছে।

স্থানীয় বাসিন্দা আশরাফ হোসেন বলেন, “রহিম ভাই ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সদালাপী মানুষ। তিনি শুধু একজন পশু চিকিৎসক ছিলেন না, ছিলেন আমাদের প্রত্যেকের আপনজন। দিন-রাত যখনই ডাকতাম, সাড়া দিতেন।”

আরেক প্রতিবেশী জুবায়ের হোসেন বলেন, “তিনি আমাদের পরিবারের একজন সদস্যের মতো ছিলেন। তার এই অকাল মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে।”

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!