মাগুরার শ্রীপুরে রবিবার (২১ সেপ্টেম্বর) ব্র্যাকের আয়োজনে “দৃষ্টি ফিরে পাওয়ার পথ-গ্রামীণ চক্ষু সেবা” প্রতিপাদ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিস চত্বরে এ ক্যাম্পে দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগণ বিশেষভাবে উপকৃত হন।
ইসলামী চক্ষু হাসপাতাল, ফরিদপুরের তত্ত্বাবধানে ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়। ডাক্তারের সুপারিশ অনুযায়ী নিকটদৃষ্টি সম্পন্ন রোগীদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপকরা।
এদিন ৩২০ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং ৩০০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। ব্র্যাকের এই জনকল্যানমুখী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে