রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন শুরু হবে বলে জানিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।
তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাকসু নির্বাচন সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা শাটডাউনের আওতার বাইরে থাকবে।
মোক্তার হোসেন বলেন, “আমরা এ সিদ্ধান্তে হতাশ। কারণ দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা বিদ্যমান। আমাদের ক্ষেত্রে তা কার্যকর না হওয়ায় আমরা বাধ্য হয়ে কমপ্লিট শাটডাউনের পথে গেছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

