ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে অঙ্গীকার-৯২ সংগঠনের উদ্যোগে র্যালি ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা মারকাজ মসজিদ মাঠ থেকে সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক আসাদুজ্জামান মোল্লা, সাঈদ মুন্সী ও হেমায়েত হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়।
অঙ্গীকার-৯২ এর সঙ্গে সংহতি জানিয়ে এতে অংশ নেন ভাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, দুই ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা কৃষক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুনর্বহালের দাবিতে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও অঙ্গীকার-৯২ এর সভাপতি সাঈদ মুন্সী, অঙ্গীকার-৯২ এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিট্টু, অঙ্গীকার-৯২ সদস্য আকরামুজ্জামান ভিপি মিঠু, কাজী রেজাউল, তুষার ভুইয়া, ইউনুচ মাতুব্বর, বাবুল চাকলাদার ও ৯১ ব্যাচের শওকত মোল্লা প্রমুখ।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে