AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হেলিকপ্টারে নববধূ আনলেন মাহবুব, পূর্ণ হলো বাবার স্বপ্ন


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০৭:৩৫ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

হেলিকপ্টারে নববধূ আনলেন মাহবুব, পূর্ণ হলো বাবার স্বপ্ন

মানিকগঞ্জের সিংগাইরে ঘটেছে এক অনন্য বিয়ের ঘটনা। ছোটবেলা থেকেই মাহবুব আলমের বাবার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল শুক্রবার বিকেলে।

বিকেল ৩টার দিকে সিংগাইরের গোবিন্দল খেলার মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে পাশের গ্রাম মধ্য সিংগাইরের কনে মিথিলার বাড়িতে হাজির হন বর মাহবুব। দূরত্ব মাত্র তিন কিলোমিটার হলেও মুহূর্তগুলো ছিল আবেগ, ভালোবাসা আর স্বপ্নপূরণের উচ্ছ্বাসে ভরপুর।

বরযাত্রীদের জন্য হাইয়েস মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি গ্রামটিকে পরিণত করেছিল উৎসবমুখর মেলায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টার দিকে নববধূকে নিয়ে আবারও সেই হেলিকপ্টারেই ফিরে আসেন মাহবুব।

গ্রামের ইতিহাসে এটাই প্রথম কেউ হেলিকপ্টারে করে বিয়ে করলেন। শত শত মানুষ ছুটে এসে ক্যামেরা ও মোবাইলে ধরে রাখেন বিরল সেই দৃশ্য।

আবেগাপ্লুত বর মাহবুব বলেন, “বাবার স্বপ্ন ছিল আমাকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন। আজ সেই স্বপ্ন পূরণ হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন দাম্পত্য জীবন সুখের হয়।”

নববধূ মিথিলাও নিজের আনন্দ লুকাতে পারেননি। তিনি জানান, “হেলিকপ্টারে শ্বশুরবাড়ি যাওয়া আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।”

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!