AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে ছাত্রছাত্রীদের স্বপ্নছোঁয়ার সংবর্ধনা


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৮:৩৩ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

কোটচাঁদপুরে ছাত্রছাত্রীদের স্বপ্নছোঁয়ার সংবর্ধনা

গজল, কোরআন তেলাওয়াত, রচনা প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়েছে স্বপ্নছোঁয়া নামের একটি সামাজিক সংগঠন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কোটচাঁদপুরের তালসার পশ্চিমপাড়ায় সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আব্দুল ওয়াহেদ বিশ্বাস (বাদল)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। তিনি বলেন,
“স্বপ্নছোঁয়া শুধু একটি সংগঠন নয়, এটি পরিবারের মতো কাজ করছে। সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এবং তরুণদের মেধা বিকাশে সংগঠনটি যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই সংগঠন একদিন এলাকার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করবে।”

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ মোঃ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তামিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে অতিথিরা কোরআন তেলাওয়াত, গজল, রচনা প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

 

একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!