AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে অবৈধভাবে পাচারকালে অর্থলক্ষ টাকার কাঠবোঝাই পিকআপসহ ২ জন আটক


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৮:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীমঙ্গলে অবৈধভাবে পাচারকালে অর্থলক্ষ টাকার কাঠবোঝাই পিকআপসহ ২ জন আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে পাচারকালে অর্থলক্ষ টাকার কাঠবোঝাই একটি পিকআপসহ দুইজনকে আটক করেছে বন বিভাগ।

মৌলভীবাজার রেঞ্জ অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল কর্তৃক মুঠোফোনে একটি অবৈধ কাঠবোঝাই পিকআপ আটকের খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরকে জানানো হয়। পরে তাঁর নির্দেশে স্টাফদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান।

শ্রীমঙ্গল পৌরসভার ৩নং ওয়ার্ডের জালালিয়া রোডে মাতৃছায়া ওয়ার্কশপের সামনে র‌্যাবের সহায়তায় ঢাকামেট্রো-ন-২১-৪৬০১ নম্বর কাঠবোঝাই পিকআপটি আটক করা হয়। এ সময় কাঠের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অডিট কড়ই গোল ১২ টুকরা (৫১.০৫ ঘনফুট) কাঠ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে মোঃ চেরাগ আলী (২৫) এবং একই উপজেলার বালীগাঁও গ্রামের মৃত একিন উল্লাহর ছেলে কবির মিয়া (৬২)।

রেঞ্জ অফিসার সালাহ উদ্দিন জানান, আটক দুইজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!