রাজশাহীর পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ফেলা হয়েছে।
শনিবার (সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), শিবু দাস।
চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল ব্যবহারের ফলে মৎস্য প্রজাতি এবং জলজ জীববৈচিত্র্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। জালে আটকা পড়া বিভিন্ন মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীগুলো বিল ও খালে অবমুক্ত করা হয়। এছাড়া যত্রতত্র এই জাল স্থাপনের কারণে পানির স্বাভাবিক প্রবাহে বাঁধার সৃষ্টি করে, যার ফলে দেখা দেয় জলাবদ্ধতা। আটককৃত জালগুলো পরবর্তীতে ধ্বংস করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবুদাস জানান, চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল ব্যবহারের ফলে মৎস্য প্রজাতির ও জলজ জীববৈচিত্রের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই আমাদের এই মোবাইল কোর্ট পরিচালনা এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

