AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মঠবাড়িয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল জলিল শরীফের মতবিনিময় সভা


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৫:৫৮ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মঠবাড়িয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল জলিল শরীফের মতবিনিময় সভা

পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এবং উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মো. আব্দুল জলিল শরীফের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামী মিডিয়া বিভাগের উদ্যোগে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মঠবাড়িয়া প্রেস ক্লাবে এই সভার আয়োজন করা হয়। সভার সঞ্চালনা করেন জমায়াতে ইসলামী মিডিয়া বিভাগের সভাপতি মো. আবুল বাশার।

সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আযাদ, মঠবাড়িয়া সভা জামায়াতের আমীর আব্দুল মালেক মীর, উপজেলা বাইতুল মাল সম্পাদক মো. আমিন হোসাইন এবং ১১ ইউনিয়নের জামায়াতের সভাপতি ও সেক্রেটারীগণ।

মতবিনিময় সভায় মো. আব্দুল জলিল শরীফ দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “জামায়াত ইসলামী দেশের মানুষের সার্বিক কল্যাণে নিবেদিত হয়ে রাজনীতি করে আসছে। আল্লাহতায়ালার রহমতে আমাকে পিরোজপুর-৩ আসনে কাজ করার ত্যাগ দিয়েছেন। আমি মঠবাড়িয়ার সকল মানুষের সহযোগিতা কামনা করি।”

তিনি আরও বলেন, “আপনারা আমাকে সুযোগ দিলে এলাকার শিক্ষা, সংস্কৃতি ও পাঠাগারের উন্নয়নসহ আধুনিক মঠবাড়িয়া ও পৌরশহর গঠনে সচেষ্ট থাকব। নির্বাচিত হলে সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করব। শান্তি-শৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের মাধ্যমে মানুষের সার্বিক কল্যাণে নিবেদিতভাবে কাজ করব।”

 

একুশে সংবাদ/পি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!