নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (১৩ সেপ্টেম্বর) ২০২৫ সনের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মনোহরদী উপজেলা বিএনপি।
মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব, আমিনুর রহমান সরকার দোলন এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, নরসিংদী-৪ নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হচ্ছে এদেশের ভবিষ্যৎ সম্পদ, তাই তোমাদের এই দেশকে ভালোবাসতে হবে, দেশের কল্যাণে কাজ করতে নিজেকে তৈরি করতে হবে, এজন্য প্রয়োজন সুশিক্ষা ও আত্মনির্ভর দেশ প্রেম।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আব্দুল্লাহ আল মামুন হারুন, মনোহরদী পৌরসভা বিএনপির আহ্বায়ক বদরুল ইসলাম মোল্লা বাবুল,
মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হান্নান মিয়া,মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মোঃ মনিরুজ্জামান মনির, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক ভিপি ও সদস্য, গোলাম মোস্তাফা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ।
এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদেরকে দেশ ও জাতির কল্যাণে শিক্ষার আলোকে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে