AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগর থানা পুলিশের অভিযান, ৪টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-২


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জীবননগর থানা পুলিশের অভিযান, ৪টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-২

জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দু‍‍`জনকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।

পুলিশ জানায়, জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে মো. তাকবীর হোসেনের একটি মোটরসাইকেল গত ১১ সেপ্টেম্বর বিকাল ৪টার সময় জীবননগরের গ্যারেজ থেকে চুরি হয়ে যায়।

ঘটনার পর জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১২ সেপ্টেম্বর বেলা ১১টায় জীবননগর উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে রাস্তার উপর থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ সময় জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. হাসিব হোসেন (২১)কে গ্রেফতার করা হয়।

হাসিব হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার লাউতলা বড় ঘিঘাটি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. ছায়ার হোসেন (২৪)কে গ্রেফতার করে। এ সময় ছায়ার হোসেনের হেফাজতে থাকা ২টি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল এবং ১টি ভিক্টর ১০০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!