AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলার ইলিশা লঞ্চঘাটের পল্টুন ছিঁড়ে নদীতে


Ekushey Sangbad
গাজী তাহের লিটন, ভোলা জেলা প্রতিনিধি
০৭:৩৫ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার ইলিশা লঞ্চঘাটের পল্টুন ছিঁড়ে নদীতে

ভোলার ইলিশা তালতলি লঞ্চঘাটের পল্টুনের এফএস তার ছিঁড়ে বিআইডব্লিউটিএ’র টার্মিনাল নদীর মধ্যে ভেসে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে অতিরিক্ত লঞ্চের চাপ ও মেঘনা নদীর তীব্র স্রোতে এ ঘটনা ঘটে। এতে ঢাকা–ভোলা নৌরুটের কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইলিশা তালতলি ঘাটে ধারণক্ষমতার অতিরিক্ত একই সঙ্গে চারটি লঞ্চ ভিড়ে যাত্রী ওঠানামার চেষ্টা করে। অতিরিক্ত চাপের কারণে পল্টুনের এফএস তার ছিঁড়ে যায়। পরে মেঘনার তীব্র স্রোতে বিআইডব্লিউটিএ’র লঞ্চ টার্মিনাল ভেসে গিয়ে নদীর ভেতরে অন্য একটি এফএস তারের সঙ্গে আটকে পড়ে। এ সময় তীরে বাঁধা একটি নৌকা টার্মিনালের চাপে বিধ্বস্ত হয়। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো টার্মিনালটি নদীতে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, দুর্বল অবকাঠামো আর অব্যবস্থাপনার কারণে ভোলা–ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে ভোগান্তি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তাই তারা দ্রুত টেকসই টার্মিনাল নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র ভোলা নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের উপপরিচালক মো. মামুনুর রহমান জানান, “ঘটনার পরপরই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পল্টুন উদ্ধার ও পুনঃস্থাপনের জন্য বিআইডব্লিউটিএ’র জাহাজ নিহারিকা আসার কথা বলা হয়েছে। আশা করছি দ্রুতই ইলিশা লঞ্চঘাট মেরামত করে যাত্রীসেবা স্বাভাবিক করা হবে।”

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!