নওগাঁর মান্দায় সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে কমিউনিটি রিসোর্স পার্সনদের (সিআরপি) মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এসডিএফ নওগাঁ জেলার জেলা ব্যবস্থাপক মো. শরিফুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা মো. রুস্তম আলী, ক্লাস্টার কর্মকর্তা আব্দুল হান্নান, ডাটা এন্ট্রি অপারেটর আবু হেনা মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের মোট ২৫ জন সিআরপি’র হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন,“এসডিএফ-এর আরইএলআই প্রকল্প সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীরা যাতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে, সে জন্য এ ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রশংসার যোগ্য।”
সভাপতির বক্তব্যে মো. শরিফুল আজাদ বলেন,“ল্যাপটপের সঠিক ব্যবহার নিশ্চিত করে কমিউনিটির তথ্য হালনাগাদে সিআরপি’দের আরও দক্ষ হতে হবে। দায়িত্বশীলভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।”
ক্লাস্টার কর্মকর্তা আব্দুল হান্নান বলেন,“এসডিএফ উপকারভোগীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্য সংরক্ষণ ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ল্যাপটপ বিতরণ একটি বড় পদক্ষেপ।”
অনুষ্ঠান শেষে ল্যাপটপ পেয়ে সিআরপি’দের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা নিজেদের উন্নয়ন ও কমিউনিটির অগ্রগতিতে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে