AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে ১৭টি সোনার বারসহ যুবক আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে ১৭টি সোনার বারসহ যুবক আটক

যশোরে ১৭টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক সঞ্জয় সরকার ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জয়পাশা গ্রামের অখিল সরকারের ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর–নড়াইল সড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার হওয়া সোনার বারের মোট ওজন ১ কেজি ৯৩৪ গ্রাম।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। এ সময় সঞ্জয়ের চলাফেরা সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। পরে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানান, তিনি ঢাকার ধোলাইপাড় থেকে স্বর্ণগুলো নিয়ে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর সঞ্জয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!