AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৯:৩৭ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দীন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ছয়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। জানাজার নামাজের আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. কামরুল ইসলাম ও পুলিশ সদস্যবৃন্দ তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে গার্ড অব অনার প্রদান করেন।

১৯৫৫ সালে ড. নূর উদ্দীন খান ও মিকমাল আক্তার খানমের ঘরে জন্ম নেওয়া নাজিম উদ্দীন ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে তিনি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শেষে অবসরে যান।

ব্যক্তিগত জীবনে নাজিম উদ্দীন ৪ কন্যার পিতা। তাঁর বড় মেয়ে ড. শাহরিন জাহান বিসিএস লাইভস্টক ক্যাডার হিসেবে কর্মরত। দ্বিতীয় মেয়ে তানজিন জাহান তিথি বিসিএস শিক্ষা ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেছেন। তৃতীয় মেয়ে ড. সেমিম জাহান অর্থী এবং সবার ছোট মেয়ে ফাবলিহা খান রাইদাহ্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়নরত। নাজিম উদ্দীন খানের বড় ভাই অ্যাডভোকেট শোয়েব উদ্দীন খানও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ কন্যা, ২ নাতি ও ৩ নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন খানের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর মৃত্যুতে জাতি একজন গর্বিত বীর সন্তানকে হারালো। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন।

মঙ্গলবার বাদ জোহর ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 


একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!