গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুরে বুধবার বিকালে তাকওয়া ফাউন্ডেশনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী জুয়েল শেখ, মোস্তফা গাজী, খোন্দকার আহাদ, এনামুল হাসান মাসুদ ও নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন তাকওয়া ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম। বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যুব সমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে