কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্র থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।
তিনি জানান, আটক হওয়া ট্রলারের মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং বাকি দুটি শাহপরীরদ্বীপের জেলেদের।
সেখানে উপস্থিত থাকা অন্যান্য ট্রলারের জেলেদের বরাত দিয়ে সাজেদ আহমেদ বলেন, “বিকেলে প্রায় ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। হঠাৎ দুটি স্পিডবোট নিয়ে আরাকান আর্মির সদস্যরা সেখানে আসে এবং অস্ত্রের মুখে পাঁচটি ট্রলারসহ অন্তত ৩০ জেলেকে জিম্মি করে নিয়ে যায়।”
তিনি আরও জানান, ঘটনার পর বিজিবি, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে ঠিক কতজন জেলে আটক হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, বিভিন্ন সূত্রে তিনি ঘটনাটি জেনেছেন। বিষয়টি যাচাই করে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত একই কৌশলে ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, যাদের এখনো ফেরত পাননি স্বজনরা।
শুধু চলতি বছরেই নয়, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থান থেকে আরাকান আর্মি মোট ৩২৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির উদ্যোগে কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত এসেছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে