ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিদপুরা দাখিল মাদ্রাসায় আকস্মিক পরিদর্শনে গিয়ে মাদ্রাসা বন্ধ দেখতে পান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান। এ ঘটনায় মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস আলীকে শোকজ করা হয়েছে। যৌক্তিক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ইউএনও মিজানুর রহমান জানান, চলতি বছর ভাঙ্গা উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল আশানুরূপ ভালো হয়নি। এর পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন চালাচ্ছেন। সেই ধারাবাহিকতায় রশিদপুরা দাখিল মাদ্রাসায় গিয়ে দেখেন, ছুটির নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই মাদ্রাসা বন্ধ করে শিক্ষক-শিক্ষার্থীরা চলে গেছেন।
এ কারণে সুপারকে শোকজ করা হয়েছে। ইউএনও বলেন, “যৌক্তিক জবাব না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস আলী বলেন, ওইদিন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ছিল। সমাবেশ শেষে অতিথিদের আপ্যায়ন করে জোহরের নামাজ আদায় করার পর অভিভাবক ও শিক্ষার্থীদের একসঙ্গে ছুটি দেওয়া হয়। সে কারণেই সবাই মাদ্রাসা ত্যাগ করেছিলেন। পরে শুনতে পাই ইউএনও স্যার না জানিয়ে পরিদর্শনে এসেছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী দুই মাস অন্তর অভিভাবক সমাবেশ করার নিয়ম রয়েছে, সেই আলোকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও জানান, মাদ্রাসাটিতে তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। সুপারসহ মোট ১৫ জন শিক্ষক আছেন এবং দপ্তরি, কেরানি, নাইটগার্ড ও পিয়নসহ পাঁচজন কর্মচারী কর্মরত আছেন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে