ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।স্থানীয় থানা পুলিশ ও সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবীর ছুটির দিন, মিজান শ্রেণির দুই শিক্ষার্থী মাদরাসার পাশের ডুবা সেচে মাছ ধরার সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়। পানি কমে যাওয়ায় তারা সেচ মোটর মেরামত করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। পরে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন:আব্দুল মুমিন (১৮), মামারিশপুর গ্রামের মো. উজ্জল শেখের ছেলে, মধ্য হবিরবাড়ি মাদরাসাতুল রওজাতুন সুন্নাহ আল আরাবিয়া এতিমখানা মাদরাসার মিজান শ্রেণির ছাত্র।মো. মাহাদী হাসান (১৭), মুক্তাগাছা বনবাংলা গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে, একই মাদরাসার শিক্ষার্থী।অপু সরকার (১৪), ভালুকা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অর্জুন সরকারের ছেলে, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
একই দিনে রাতে, অপু সরকার বাড়িতে পাখায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎষ্পৃষ্ট হন। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

