মরণব্যাধি ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য পেল রাশিয়ার বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, তাদের উদ্ভাবিত একটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল দিয়েছে এবং রোগীদের ব্যবহারের জন্য এখন প্রস্তুত। ইস্টার্ন ইকোনমিক ফোরামে এ তথ্য জানান রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা।
এই ভ্যাকসিনের নাম রাখা হয়েছে এন্টারোমিক্স। এটি তৈরি করা হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে—যে প্রযুক্তি প্রথম ব্যাপক পরিচিতি পায় করোনা মহামারির সময়। প্রচলিত ভ্যাকসিনে দুর্বল ভাইরাস ব্যবহার করা হলেও এন্টারোমিক্স শরীরের কোষগুলোকে এমন প্রোটিন তৈরি করতে শেখায়, যা সরাসরি ক্যানসার কোষকে আক্রমণ করে।
এফএমবিএ জানিয়েছে, তিন বছর ধরে চলা প্রাক-ক্লিনিকাল পরীক্ষায় ভ্যাকসিনটি পুরোপুরি নিরাপদ প্রমাণিত হয়েছে। একাধিক ডোজ নেওয়ার পরও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বরং দেখা গেছে, ক্যানসারের ধরনভেদে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে কিংবা এর বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি, ভ্যাকসিন গ্রহণকারীদের আয়ুষ্কালও বেড়েছে।
প্রাথমিকভাবে এটি কোলন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে। তবে গবেষকরা আরও কয়েকটি জটিল ক্যানসারের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন তৈরির কাজ চালাচ্ছেন। এর মধ্যে রয়েছে গ্লিওব্লাস্টোমা (অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়া মস্তিষ্কের ক্যানসার) এবং বিভিন্ন ধরনের মেলানোমা (গুরুতর ত্বক ক্যানসার, যার মধ্যে চোখের মেলানোমাও রয়েছে)।
রাশিয়ার এই উদ্ভাবন ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে