AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে বিপিএটিসি’র প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তি কার্যক্রমের উদ্বোধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০৬:৪৪ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরে বিপিএটিসি’র প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তি কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে আগত ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে শেরপুরে দুই সপ্তাহব্যাপী জেলা সংযুক্তি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়।

এই সংযুক্তি কার্যক্রমে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)ের বিভিন্ন ক্যাডারের ১০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। আগামী দুই সপ্তাহ তারা শেরপুর জেলার বিভিন্ন দপ্তর, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক প্রক্রিয়া এবং জনসেবামূলক কার্যক্রম প্রত্যক্ষভাবে পরিদর্শন করবেন।

জেলা প্রশাসন, শেরপুর-এর পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন ও সেবার মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই সংযুক্তি কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রশাসনিক নেতৃত্ব আরও দক্ষ ও জনকল্যাণমুখী চেতনায় গড়ে উঠবে। প্রশিক্ষণার্থীদের মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যতের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!