AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্নিরা রাস্তায় নামলে ঠেকানো যাবে না: ফজলুর রহমান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৯:০৫ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সুন্নিরা রাস্তায় নামলে ঠেকানো যাবে না: ফজলুর রহমান

পদ স্থগিত হওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। যারা এ কাজ করেছে তারা ইসলামের শত্রু। ধর্মপ্রাণ মুসলমানদের বলব—এ ধরনের জঘন্য কাজের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলুন।”

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য জশনে জুলুস শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জশনে জুলুসটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক কুতুবশাহী মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদের মাধ্যমে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে তার সব পদ ও পদবি তিন মাসের জন্য স্থগিত করা হলেও এ সিদ্ধান্তের পর এটাই ছিল তার নির্বাচনী এলাকায় জনসমক্ষে প্রথম উপস্থিতি।

ফজলুর রহমান বলেন, “ইউনূস সাহেবের আমলে এসব অপকর্ম ঘটছে। সরকারকে আমি সতর্ক করছি—মানুষকে উসকানি দিয়ে দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগাবেন না। এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে রাস্তায় তৌহিদি জনতা নামতে বাধ্য হয়। সুন্নিরা রাস্তায় নামলে তাদের ঠেকানো সহজ হবে না। এ দেশের ১২ আনা মুসলমানই সুন্নি। তারা জামায়াতে ইসলামী নয়; তারা ঈমান ও ইসলামের পথে অবিচল। তারা শান্তিপ্রিয়, কিন্তু বিশ্বাস ও আকিদা রক্ষায় আপসহীন।”

অনুষ্ঠানে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহীন, উপজেলা আহলে সুন্নত জামাতের আহ্বায়ক মাওলানা জালাল উদ্দিন আশরাফী, সদস্য সচিব মাওলানা রেদওয়ানুল হক আশরাফীসহ রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/কি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!