কোটচাঁদপুরে ড্রাগন বাগান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু ও মানুষের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে শাহাদত হোসেন (ডেঙ্গু)-এর স্ত্রী বাদী হয়ে ড্রাগন চাষি আজিজুল ইসলামের নামে এ মামলা দায়ের করেন।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের ড্রাগন চাষি আজিজুল ইসলাম চোর ও শেয়াল ঠেকাতে ড্রাগন বাগানের চারপাশে দেওয়া তারে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সেই বাগানের পাশের জমিতে চাষ করতে যান শাহাদত হোসেন (ডেঙ্গু)। একই সময়ে ইকতার হোসেন গরু দিয়ে জমি চাষ করছিলেন।
এ সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায় ইকতার হোসেনের একটি গরু। গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতায়িত হন ইকতার হোসেন। তাঁর চিৎকারে ছুটে আসেন জমির মালিক শাহাদত হোসেন (ডেঙ্গু)। একে একে গরুসহ দু’জন বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই মারা যান শাহাদত হোসেন ডেঙ্গু এবং একটি গরু। গুরুতর আহত হন ইকতার হোসেন। বর্তমানে তিনি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মৃত শাহাদত হোসেনের স্ত্রী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ড্রাগন চাষি আজিজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং-২, তারিখ: ০৪-০৯-২৫।
এদিকে নিহত গরুর ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যয় না পেলে আজিজুল ইসলামের নামে পৃথক মামলা করবেন বলে জানিয়েছেন ইকতার হোসেন।
বিষয়টি নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান বলেন, “কোটচাঁদপুরের তালসার গ্রামের ওই ড্রাগন বাগানের ঘটনায় মৃত শাহাদতের স্ত্রী নাছিমা খাতুন বাদী হয়ে মামলা করেছেন। মামলা নং-২, তারিখ: ০৪-০৯-২৫। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে