AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন রূপে চট্টগ্রাম জশনে জুলুছ সাজ



নতুন রূপে চট্টগ্রাম জশনে জুলুছ সাজ

চট্টগ্রামজুড়ে চলছে জশনে জুলুছের সাজসাজ রব।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের মতো আগামীকাল শনিবার (১২ রবিউল আউয়াল) অনুষ্ঠিত হবে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বর্ণাঢ্য র‌্যালি—“জশনে জুলুছ।”

এ উপলক্ষে ইতোমধ্যে পুরো চট্টগ্রাম মহানগরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মহানগরের প্রতিটি মোড়ে দৃষ্টিনন্দন সাজসজ্জা করা হয়েছে। মাইক ও লাউডস্পিকারে ভেসে আসছে রাসুলুল্লাহ (সা.)-এর আগমন উপলক্ষে হামদ, নাত ও গজল।

আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, পীরে বাংলা, হজরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)-এর নেতৃত্বে লক্ষ লক্ষ আশেকে-রাসুল এ জুলুছে অংশ নেবেন। সংশ্লিষ্টরা জানান, প্রতিবছরের তুলনায় এবার আরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

বেশ কয়েকদিন আগে থেকেই মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ সুন্নিজনতা প্রস্তুতি নিচ্ছেন। হাতে কালেমা খচিত রঙিন পতাকা, গাড়িতে ইসলামি সংগীত বাজিয়ে তারা অংশ নেবেন জুলুছে। এতে নবীপ্রেমিক আশেকভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন আবহ।

এবার জুলুছটি নগরের ষোলশহর জামেয়া মাদরাসার আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হয়ে মুরাদপুর, দুই নম্বর গেট হয়ে জিইসির পেনিনসুলা হোটেলের সামনে ঘুরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মাঠে গিয়ে শেষ হবে। সেখানে দেশবরেণ্য আলেমরা বক্তব্য রাখবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরের বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরণ, সড়কদ্বীপ ও বিভাজকে জাতীয় পতাকা, আনজুমানের পতাকা, ব্যানার ও ফেস্টুনে সেজেছে পুরো শহর।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল পাকিস্তানের সিরিকোট শরিফ দরবারে আলিয়া কাদেরিয়ার তৎকালীন সাজ্জাদানশীন, আধ্যাত্মিক সাধক আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) চট্টগ্রামে জশনে জুলুছের প্রবর্তন করেন। তখন থেকেই জশনে জুলুছের মাধ্যমে নবী করিম (সা.)-এর প্রতি ভালোবাসা ও বিশ্বশান্তির বার্তা প্রচার করা হচ্ছে।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি আনজুমান সিকিউরিটি ফোর্সের (এএসএফ) প্রশিক্ষিত সদস্য, গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মী এবং জামেয়ার হাজার হাজার ছাত্র স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিভিন্ন জেলা-উপজেলা থেকেও ভক্তরা অংশ নেবেন।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মনজুরুল আলম মঞ্জু বলেন, “জশনে জুলুছের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার প্রায় ৭০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছি। চট্টগ্রাম ও আশপাশের জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে জুলুছে অংশ নেবেন। ইনশাআল্লাহ এশিয়ার বৃহত্তম এ জশনে জুলুছ সফলভাবে সম্পন্ন হবে।”

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!