ঝিনাইদহের কোটচাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত বিদেশি রিভলবার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল মজিদ খানের আমবাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ সেনানিবাসের ক্যাপ্টেন রাতুল ত্রিপুরা ও কোটচাঁদপুর থানার এসআই ওমর ফারুক। এ সময় আমবাগান থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার, যাতে লেখা ছিল “Made in India” এবং তিন রাউন্ড কার্তুজ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “রিভলবার ও কার্তুজ সেনাবাহিনী পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। এ সময় থানার পুলিশও উপস্থিত ছিল। উদ্ধারকৃত মালামালের বিষয়ে কোনো মামলা হয়নি।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে