AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত



উজিরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত

বরিশালের উজিরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুস সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসোন, সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলাম জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। তারই অংশ হিসেবে উজিরপুর উপজেলায় মোট ৭২ হাজার ১১৮ জনকে টিকা দেওয়া হবে। এ কর্মসূচি চলবে আগামী ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত।

এর মধ্যে প্রথম ১০ দিন টিকা দেওয়া হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন উপজেলার নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা এ কর্মসূচিকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরে প্রচার চালানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি সকলকে গুজব থেকে বিরত থাকার পরামর্শ দেন।

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!