কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী সীমান্ত এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যানের চাচাতো ভাই সুজায়েত হোসেন (৩৫) কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মিরন মুহাম্মদ ইলিয়াসের চাচাতো ভাই আব্দুল সালামের ছেলে সুজায়েত হোসেন দীর্ঘদিন ধরে উন্মুক্ত স্থান থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। এতে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়ে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী। এ সময় আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা অনুযায়ী সুজায়েত হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী দৃঢ় কণ্ঠে বলেন, “অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ধ্বংস করে কেউ পার পাবে না, আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে