জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুড়ীতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে রফিক’স জুড়ী শাখার মিলনায়তনে এ আয়োজন করা হয়।
হেল্প ফাউন্ডেশন জুড়ীর প্রধান পরিচালক মাসুম দেলোয়ারের সভাপতিত্বে ও আশফাক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা আব্দুর রহমান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, আল-ফালাহ ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক মো. আজিম উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সংগঠক ও ছাত্রনেতা আফজাল হোসাইন, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহীন আহমেদ, হেল্প ফাউন্ডেশন জুড়ীর সদস্য নাজমির রহমান আসিফ, তারেকুর রহমান মাসুম, সাদিক আহমেদ রাকিব, রায়হান আহমেদ রনি প্রমুখ।
অনুষ্ঠানে হাফেজ মাহবুবুর রহমান রাদীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম বিশজনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে