AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে দুই মহাসড়ক অবরোধ


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
১১:৪০ এএম, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ভাঙ্গায় আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে দুই মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে ভাগ করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়দের অবরোধ কর্মসূচিতে অচল হয়ে পড়েছে দুটি জাতীয় মহাসড়ক।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে একযোগে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধরা।

অবরোধের কারণে ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে, আর যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে বেলা বাড়লেও অবরোধকারীরা সড়ক ছাড়েননি।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের আহ্বান জানানো হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে সড়ক অবরোধে নামেন স্থানীয়রা।

অবরোধকারীরা জানিয়েছেন, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে মহাসড়ক অবরোধ চালিয়ে যাবেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। আমরা অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এখনও তারা সড়ক ছাড়েনি।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!