AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক দুর্ঘটনায় হাত-পা ভাঙা রোগীর বিয়ে হাসপাতালেই


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
১০:৩৩ এএম, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সড়ক দুর্ঘটনায় হাত-পা ভাঙা রোগীর বিয়ে হাসপাতালেই

বিয়ের মঞ্চ নয়, হাসপাতালের বেডই হয়ে উঠল জীবনের সবচেয়ে স্মরণীয় আসর। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা—তবুও থেমে থাকেনি বিয়ের আনুষ্ঠানিকতা। পরিবার-স্বজনের উদ্যোগে মানিকগঞ্জের এক হাসপাতালে সম্পন্ন হলো এক ব্যতিক্রমী বিয়ে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে।

জানা গেছে, রোগীর বিয়ের দিন-তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। পরিস্থিতি সত্ত্বেও উভয় পরিবারের সম্মতিতে এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিশেষ কক্ষে বিয়ের আয়োজন করা হয়।

এ বিয়ের বিশেষ মুহূর্তটি আফরোজা বেগম জেনারেল হাসপাতালের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়। লাইভে দেখা যায়, সাধারণ নিয়মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয়স্বজন এবং হাসপাতালের কয়েকজন কর্মী। হাসপাতালের বিছানাতেই নবদম্পতির জন্য সাধারণ সাজসজ্জার আয়োজন করা হয়।

এ সময় স্বজনরা জানান, "হাসপাতালে এমন আনন্দ হবে আমরা বুঝতেই পারিনি। আমরা অনেক খুশি। হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।"

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, "রোগী মানিকগঞ্জ সদরের বাসিন্দা। বাইক দুর্ঘটনায় তার দুই হাত ও এক পায়ে গুরুতর আঘাত লাগে। আজ তার বিয়ের লগ্ন ছিল। পরিবার আমাদের বিষয়টি জানালে আমরা গুরুত্ব সহকারে কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করি। রোগীর অবস্থা আগের তুলনায় স্থিতিশীল মনে হওয়ায় ক্যাবিনে নয়, হাসপাতালের অব্যবহৃত অংশে অনুষ্ঠানটি সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। আমাদের কর্তৃপক্ষ সবসময় রোগীদের সেবায় আন্তরিক।"

এমন ব্যতিক্রমী আয়োজনে চারদিকে সাড়া পড়ে যায়। স্থানীয়রা ঘটনাটিকে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!