বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মুকসুদপুর পার্টি অফিসে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অটল রয়েছে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে