AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে আইন উপদেষ্টার আকস্মিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৯:১৪ পিএম, ৩১ আগস্ট, ২০২৫

নরসিংদীতে আইন উপদেষ্টার আকস্মিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন

নরসিংদীর মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি কেন্দ্রটি ঘুরে দেখেন। পরে সকাল ১২টায় তিনি শিবপুর উপজেলার নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া প্রমুখ।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান আকস্মিক এ পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগত মান যাচাই করাই ছিল আইন উপদেষ্টার মূল উদ্দেশ্য।” তবে এ বিষয়ে ড. আসিফ নজরুল সাংবাদিকদের কোনো মন্তব্য দিতে রাজি হননি। তিনি সকাল ১১টার দিকে এসে দ্রুত পরিদর্শন শেষে চলে যান।

প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন মোল্লা বলেন, “হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও এটি আমাদের কাজের মানোন্নয়নে উৎসাহ জোগাবে।” স্থানীয় মহলে এ পরিদর্শনকে ঘিরে কৌতূহল সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!