নড়াইল সদর উপজেলায় পুকুরে ডুবে আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৬) নামে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে শিশু দুটির মৃত্যু ঘটে। নিহতরা ওই গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান এবং স্থানীয় বি. গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, বিকেলে শিশুদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের পুকুরপাড়ে বসে পাটের আশ ছাড়াচ্ছিলেন। এসময় দুই শিশু সেখানে খেলছিল। কিছুক্ষণ পর বাবা তাদের বাড়ি যেতে বলে বাজারে চলে যান। তবে তারা বাড়ি না গিয়ে অগোচরে পুকুরে গোসল করতে নামে। গভীর পানিতে নেমে তারা ডুবে যায়। দীর্ঘ সময় সন্তানদের না দেখে খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়রা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সজিব মোল্যা শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

