AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে টিলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী মেধাবী ছাত্রী মায়া



চরভদ্রাসনে টিলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী মেধাবী ছাত্রী মায়া

ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার টিলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে এক অসাধারণ মেধাবী ছাত্রী মায়া। শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও অদম্য সাহস আর অটল মনোবল নিয়ে নিয়মিত স্কুলে যায় এই ছোট্ট কন্যা। পরিবারিক আর্থিক কষ্ট আর প্রতিকূল পরিস্থিতি তার শিক্ষা জীবনের পথকে কঠিন করে তুললেও, তার মেধা ও দৃঢ় ইচ্ছাশক্তি তাকে সবার কাছে আলাদা করে তুলেছে। সব পরীক্ষায় তার অবস্থান সবসময় প্রথম।

কিন্তু মায়ার পরিবারের আর্থিক অবস্থা খুবই নাজুক। তার বাবা সামান্য আয় করেন, আর বেশিরভাগ সময় মুরগির ডিম বিক্রি করে মায়ার পড়াশোনার খরচ চালান। এত কষ্টের মধ্যেও মেয়েকে স্কুলে পাঠানো থেকে তিনি বিরত হননি। তবুও খাতা-কলম ও নিত্যপ্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর অভাব মায়ার পড়াশোনায় বারবার বাঁধা হয়ে দাঁড়ায়।

এই পরিস্থিতিতে কিশোর আলো যুব সংগঠন মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে মায়াকে দেওয়া হয়েছে—৩টি অংক খাতা, ৩টি বাংলা খাতা, ৩টি ইংরেজি খাতা, ২ পাতা কলম ।

এছাড়াও সংগঠনটি খুব দ্রুত মায়ার পড়াশোনার কিছুটা দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি তার পরিবারকেও খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কিশোর আলো যুব সংগঠন বিশ্বাস করে, শিক্ষার আলো ছড়িয়ে পড়লে সমাজ এগিয়ে যাবে। তাই মায়ার মতো মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, বরং সমাজের প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণার বিষয়।

এই প্রসঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসী, প্রবাসী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন—

“মায়ার মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আপনারা যারা সামর্থ্যবান, তারা এগিয়ে আসুন। একজন শিশুর শিক্ষাজীবন রক্ষার মাধ্যমে আমরা ভবিষ্যতের আলোকিত বাংলাদেশ গড়তে পারি।”

মায়ার পরিবারকে সরাসরি সহায়তা করতে চাইলে বিকাশ নম্বর: 017 4138 7089-এ সাহায্য পাঠানো যেতে পারে।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!