AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে ভাঙা সংযোগ ব্রিজে ঝুঁকিতে শতাধিক মানুষ",দ্রুত সংস্কারের দাবি



চরভদ্রাসনে ভাঙা সংযোগ ব্রিজে ঝুঁকিতে শতাধিক মানুষ

ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার টিলার চর থেকে দবিরুদ্দিন প্রামাণিকের ডাঙ্গী পর্যন্ত একমাত্র সংযোগ ব্রিজটি ভাঙা অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এ ব্রিজটির অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিন এ পথ দিয়ে শত শত মানুষ চলাচল করলেও তারা ঝুঁকির মধ্যে রয়েছেন।

টিলার চর ও দবিরুদ্দিন প্রামাণিকের ডাঙ্গীর মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা এই ব্রিজ। এর মাধ্যমে দুই এলাকার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, বয়স্ক মুরুব্বি থেকে শুরু করে সাধারণ পথচারীরা সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল।

ব্রিজটির কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। এর ফাটল ও ভাঙা অংশ দিয়ে হাঁটা বা যানবাহন পার হওয়া প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। ইতোমধ্যে কয়েকজন শিশু ও বৃদ্ধ পড়ে গিয়ে আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপদে পড়ছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।

ভাঙা ব্রিজ পার হওয়ার সময় সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী ও বৃদ্ধ আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ ও হতাশা আরও বেড়ে গেছে। তাদের দাবি— দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

কিশোর আলো যুব সংগঠনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়— “মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত। কিন্তু একটি ভাঙা ব্রিজের কারণে প্রতিদিন অসংখ্য মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এ ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হোক।”

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এ ব্রিজটির সংস্কার হয়নি। তারা স্থানীয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন যেন জরুরি ভিত্তিতে এ ব্রিজটি সংস্কার করা হয়।

ব্রিজটি দ্রুত সংস্কার না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন সবাই।


একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!