AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
১২:১৫ পিএম, ২২ আগস্ট, ২০২৫

নকলায় ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শেরপুরের নকলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নকলা পৌরশহরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির অভিযোগে থানা রোডের ‘রসের মিষ্টি’ ও ‘তাসফিয়া ফুড অ্যান্ড কনফেকশনারি’র মালিকদের জরিমানা করা হয়। পাশাপাশি নিম্নমানের বেশ কিছু খাদ্যপণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক রিনা বেগম ও শেরপুর জেলার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক রিনা বেগম বলেন, “ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করা আমাদের প্রধান কাজ। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। কেউ ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 


একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!