শেরপুরের নকলা পৌরসভার জালালপুর মহল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সজল মিয়ার পরিবারকে সহায়তা দিয়েছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সজল মিয়ার বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ইউএনও ও পৌর প্রশাসক শুকনো খাবার, কম্বল এবং নগদ অর্থ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে সহায়তা প্রদান করেন।
ইউএনও মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারের পক্ষে নিয়মনীতির মধ্যে থেকে তিনি নকলা উপজেলাবাসীর বিপদে পাশে থাকেন এবং প্রয়োজনমতো সহযোগিতা প্রদান করবেন। এছাড়া ভবিষ্যতে পরিবারের জন্য আরও সহায়তা নিশ্চিত করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীমও এসময় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে