ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বৃহস্পতিবার দুপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুর জন্মের এক বছরের মধ্যে নিবন্ধন কার্যক্রম জোরদার করার লক্ষ্য নিয়ে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাকসুদুর রহমান, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, কৃষি সম্প্রসারণ অফিসার শাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির, বদরুজ্জামান মৃধা, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন এবং আব্দুস সবুর কাজল প্রমুখ।
সভায় উপজেলার শতভাগ নবজাতকের জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এ কার্যক্রম সফল করতে উপস্থিত সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। এছাড়া প্রতি মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতকের তথ্য সংগ্রহ করে স্থানীয় সরকার বিভাগ গ্রামে-গ্রামে বা পাড়ায়-পাড়ায় ঘুরে জন্ম নিবন্ধনের জন্য তাগিদ দেবে, এমন সিদ্ধান্ত সভায় নেওয়া হয়।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে