গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাধন গাইন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাধন গাইন ওই গ্রামের বাবুল গাইনের ছেলে এবং হাজরাবাড়ি টিকরীবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বাধনের কাকা তাপস গাইন জানান, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় বাধন। একের পর এক ডুব দেওয়ার পর হঠাৎ সে আর ওপরে না উঠায় আশপাশের লোকজন চিৎকার শুরু করে। পরে পরিবারের সদস্যরা দৌড়ে এসে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাধনকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে