বাংলাদেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, “স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার জন্যই ব্যবহৃত হয়, ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদরা যেন সেখানে অনুশীলন করতে পারেন—সেজন্য উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে ব্যবহার নিশ্চিত করবে।”
শনিবার (৯ আগস্ট) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে ১৪টি উপজেলায় মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব বলেন, “শুধু স্টেডিয়াম উদ্বোধন করলেই হবে না, এর সঠিক ও ধারাবাহিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সারা দেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়েছে। বাকি উপজেলাগুলোর কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এই স্টেডিয়ামগুলো থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। এজন্য জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে, যাতে দেশের ক্রীড়াঙ্গন আরও শক্তিশালী হয়। খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড দূর হবে।”
অভিভাবকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “আপনার সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করুন। খেলাধুলা সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে।”
যুব ও ক্রীড়া উন্নয়নের অন্যান্য উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “খেলাধুলার পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশে উদ্যোক্তা তৈরিতে নানা সহযোগিতা দিচ্ছে। এর মাধ্যমে যুবসমাজ ও নারীরা উদ্ভাবনী শক্তি দিয়ে স্বনির্ভর হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ জেলার অন্যান্য কর্মকর্তারা।
একুশে সংবাদ//র.ন