AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লাখ টাকার চোরাই প্রসাধনী জব্দ, আটক ১



মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লাখ টাকার চোরাই প্রসাধনী জব্দ, আটক ১

মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭৩ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনীসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মো. লালন মিয়া (২৮) নামে একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, এসআই (নিঃ) হীরক চক্রবর্তী, এএসআই (নিঃ) মো. আবুল ভাসানী এবং কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশীর নেতৃত্বে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাই প্রসাধনী উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে Skinbrite Cream ৫ হাজার ১৮৪ পিস, Skinshine Cream ৬০০ পিস, Elosone-HT Cream ৪ হাজার ৮০০ পিস, Derobin Ointment ৪হাজার ৫০০ পিস, Melnor Cream ৫হাজার৭৬০ পিস, Clop-G Cream ২৩হাজার ৬৬০ পিস এবং Patanjali Aloe Vera Gel ২৮৮ পিস।

এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টন ও একটি নীল রঙের তেরপালও জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা ডিবি পুলিশের ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ভারতীয় পণ্য পরিবহনের কথা স্বীকার করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আটককৃত লালন মিয়া জানিয়েছেন, তিনি পলাতক রুবেল মিয়ার সহযোগী। রুবেল ভাঙারি ব্যবসার আড়ালে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। পণ্যগুলো তেরপাল ও খালি কার্টন দিয়ে ঢেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল তারা।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত লালন মিয়া, পলাতক রুবেল মিয়া এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে The Special Powers Act, 1974-এর ২৫-বি ও ২৫-ডি ধারায় মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!