AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় চাঞ্চল্যকর হত্যা মামলার রায়: তিন আসামির মৃত্যুদণ্ড



ভোলায় চাঞ্চল্যকর হত্যা মামলার রায়: তিন আসামির মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনে দুই ভাইকে পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চরফ্যাশনের মো. বেলাল, মো. সালাউদ্দিন ও মো. শরীফুল ইসলাম। তবে এদের মধ্যে বেলাল ও সালাউদ্দিন বর্তমানে পলাতক রয়েছেন।

চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি (এডিশনাল পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট হযরত আলী হিরন সাংবাদিকদের জানান, “ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। আসামিরা অত্যন্ত নির্মম ও পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।”

২০২১ সালের ৮ এপ্রিল রাতে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি নির্জন বাগানে ডেকে নিয়ে দুই ভাই—তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীলকে গলাকেটে হত্যা করা হয়। পরে তাদের মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়।

প্রায় ৩০ বছর আগে ওই দুই ভাই চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তাদের পৈতৃক ৫৬ শতক জমি বিক্রি করে ভারতে চলে যান। পরে স্থানীয় মো. বেলাল ও তার শ্বশুর আবু মাঝি মাত্র ৩ লাখ টাকা বায়না দিয়ে ২০ লাখ টাকা মূল্যের জমির দলিল করে নেন।

জমির বাকি টাকা তুলতে তপন ও দুলাল ভারত থেকে দেশে ফিরে আসেন। কিন্তু টাকা দিতে গড়িমসি করতে থাকেন বেলাল। একপর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী দুই ভাইকে হত্যার পরিকল্পনা করেন তিনি। হত্যার দিন রাতে ‘টাকা পরিশোধের’ কথা বলে তাদের ডেকে নিয়ে হত্যা করা হয়।

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!