AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মৌলভীবাজারে বিএনপির বিজয় র‍্যালি



ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মৌলভীবাজারে বিএনপির বিজয় র‍্যালি

ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় র‍্যালি ও সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “ছাত্রজনতা এবং বিএনপির সক্রিয় ভূমিকার ফলেই আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছি। তিনি ভারতের দালাল হিসেবে সাড়ে পনেরো বছর এ দেশে রাম রাজত্ব কায়েম করেছিলেন। এমন শাসনব্যবস্থা আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ একটি গুণ্ডা পার্টি, মাস্তান পার্টি—এ দেশের মানুষ তা বুঝে ফেলেছে। ১৪০০ মানুষ নিহত হওয়ার পর, বিশ হাজার মানুষ আহত হওয়ার পর জনগণ উপলব্ধি করেছে আওয়ামী লীগ গণবিরোধী একটি শক্তি। তাদের নেত্রী এখন দিল্লিতে আশ্রয় নিয়েছেন, মুখ দেখাতে পারছেন না। এই আওয়ামী লীগারা এখন গর্তে, গর্ত থেকে বের হয়ে কীভাবে মুখ দেখাবে?”

বুধবার (৬ আগস্ট) বিকাল ৫টায় মৌলভীবাজার শহরের এসআর প্লাজার সামনে অনুষ্ঠিত বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আলহাজ আব্দুল মুকিতসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

নাসের রহমান বলেন, “আওয়ামী লীগের মৌলভীবাজারের চার খলিফা কোথায়? নিজেরাই বসে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন। তারা দেশটিকে যেন বাপ-দাদার সম্পত্তি ভেবে নিয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে—এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের দেশ।”

সমাবেশের আগে বিকেল ৩টা থেকে প্রবল বর্ষণের মধ্যেও জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে অংশ নেয় জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শোভাযাত্রার অগ্রভাগে ভ্যানগাড়িতে শোভা পায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এম নাসের রহমানের বিশাল ছবি সম্বলিত বিলবোর্ড।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছয় কোমলমতি শিশু—আব্দুল আহাদ, সাফফাত সামির, রিয়া গোপ, জাবির ইব্রাহিম, রাকিব হাসান ও হোসেন মিয়া’র ছবি সম্বলিত বিলবোর্ড নজর কাড়ে অংশগ্রহণকারীদের।

বিজয় র‍্যালিকে ঘিরে শহরে সৃষ্টি হয় বিপুল জনসমাগম। নেতাকর্মীদের মতে, এটি ছিল গত দেড় দশকের মধ্যে মৌলভীবাজারে বিএনপির অন্যতম বৃহৎ জনসমাবেশ।


একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!