AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে সমাবেশ ও বিজয় র‌্যালি



ফরিদপুরে বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে সমাবেশ ও বিজয় র‌্যালি

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে ফরিদপুর শহরের ব্রহ্মসমাজ সড়কে এই আয়োজন হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুম জঙ্গি। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু ও মিজানুর রহমান মিনাল।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, জেলা জাসাস আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ, মৎস্যজীবী দলের সদস্য সচিব খায়রুল আলম চুন্নু, জেলা মহিলা দলের সভাপতি নাজনীন চৌধুরী, মহানগর মহিলা দলের আহ্বায়ক রোকসানা পারভিন পাপিয়া, তাঁতিদলের সদস্য সচিব শাহেদা বেগম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাঞ্জিদুল হাসান কায়েস প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের উপর দমন-পীড়ন ও নিপীড়নের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। অসংখ্য নেতা-কর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে, কারাবরণ করতে হয়েছে এমনকি প্রাণও দিতে হয়েছে।

তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছিল। তবে এখনো ষড়যন্ত্র চলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি পরিচালিত হবে এবং তাদের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত থাকবে।

এর আগে জেলার বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে এসে যোগ দেয়।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!