বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামে গতকাল (৬ আগস্ট) দিবাগত রাতে একদল দূষ্কৃতকারী ঘরের সিদ কেটে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশে দায়ের করা অভিযোগে ভুক্তভোগী আমির হোসেন জানান, রাত প্রায় ২ টা থেকে ৩:৩০ মিনিটের মধ্যে ৪-৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার বসত ঘরের সিদ কেটে ঢুকে তাকে, তার স্ত্রী হেনারা বেগম ও মেয়ে লিজা আক্তারকে গামছা দিয়ে হাত-মুখ বেঁধে ভয়-ভীতি দেখিয়ে ২ লক্ষ টাকা নগদসহ ছয়টি স্বর্ণের আংটি, দুই ভরি নেকলেস, দুটি গলার চেনা, চার জোড়া কানের দুল, একটি রুপার চেইন, একটি নুপুর এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
ঘটনার সময় আমির হোসেন ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে গেলে ডাকাত দল পালিয়ে যায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমি শুনেছি একটি চুরির ঘটনা ঘটেছে, তবে এখনও অফিসিয়ালি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ব.প্র/এ.জে