শেরপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা পাঠ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাবেক সহকারী শিক্ষক হারুন অর রশিদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, শেরপুর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ইসরাত পুতুলসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, অভিভাবক ও সুধীজন।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। বিজয়ীদের আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

