কুষ্টিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সিয়াম (১৭) নামের এক কিশোর। অন্যদিকে, জেলার পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খাজানগর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরটি আত্মহত্যা করে। নিহত সিয়াম সদর উপজেলার খাজানগরের আদেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে সিয়াম প্রেম করে বিয়ে করলেও পারিবারিক অসম্মতি ও টানাপোড়েনের কারণে সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের একদিন পরই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে।
পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, কুষ্টিয়া সদর উপজেলার কোর্টপাড়া এলাকার বারো শরীফ দরবারের সামনে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ভেতর থেকে আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, “মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে