মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রাম থেকে ২২১ পিস ইয়াবা ও ৪০ হাজার টাকা নগদসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (২ আগস্ট) রাতে ডিবি পুলিশের একটি দল অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন—মো. আব্দুল বাজিদ (৪২), মো. ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।
তল্লাশিতে বাজিদের বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস, ইয়াকুবের লুঙ্গির কোঁচা থেকে ১৭ পিস এবং কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া বাজিদের ঘর থেকে মাদক লেনদেনের ৪০ হাজার টাকা নগদও জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে ইয়াকুব ও কামাল স্বীকার করেন, তারা বাজিদের কাছ থেকেই ইয়াবা সংগ্রহ করেছেন। তিনজনই পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

